রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এ অনুষ্ঠিত হলো "Campus Open Day & Job Fair - 2023"
গত ১৯ শে জানুয়ারি রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত "Campus Open Day & Job Fair - 2023" অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জি এস এম জাফরউল্লাহ (এনডিসি) বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব জয়া মারিয়া পেরেরা রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই টি সি) জনাব মোহাঃ নাসির উদ্দীন রাজশাহী জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান রিংকু রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ।
বাংলাদেশের বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন সেই সাথে তাদের আমন্ত্রণে উক্ত অনুষ্ঠানে আলফা নেটও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ আলফা নেট এর স্টলে এসে আলফা নেট সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন এবং আলফা নেট এর প্রতিনিধিবৃন্দ আলফা নেট সম্পর্কে তাদেরকে ধারণা প্রদান করেন ও তাদের ক্যারিয়ারে কি করা প্রয়োজন সে সম্পর্কেও তাদেরকে ধারণা দেয়া হয়।
Job Fair এ আলফা নেট Web Design & Development (PHP), Media & Graphics, Technical Support, Sales & Marketing, First-hand Customer Support ডিপার্টমেন্টের জন্য কর্মী নিয়োগের উদ্দেশ্যে উক্ত আয়োজনে যোগদান করেন। সেখানে বিভিন্ন চাকুরী প্রত্যাশীরা তাদের CV প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে আলফা নেট এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মেধা বিকশিত করতে আয়োজন করা হয়েছিল কুইজ প্রতিযোগিতা, যেখানে ৫৫ জনেরও বেশি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন । উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
Categories
Popular Posts
নতুন বছরে গ্রাহক সেবার মান উন্নয়নের দিকনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো Alpha Net এর কনফারেন্স!!!
গত ৪ই জানুয়ারি (ব...
দেশের সেরা ই-কমার্স ওয়েবসাইট প্রদানকারী হিসেবে আ্যওয়ার্ড পেয়েছেন আলফা নেট!!!
গত সেপ্টেম্বর মাসে T...