BASIS SoftExpo 2023 এ আলফা নেট এর অংশগ্রহণ!
গত ২৩-২৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সফটওয়্যার এক্সিবিশন BASIS SoftExpo 2023। এটি ছিল BASIS এর 17 তম অধিবেশন যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে IT and ITES পরিষেবাগুলি প্রদর্শন করা। সেইসাথে বাংলাদেশের ICT'র উন্নয়নের জন্য বিভিন্ন দেশের বাণিজ্য প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও সহযোগিতামূলক সম্পর্ক তৈরির দিকে মনোনিবেশ করা।
BASIS SoftExpo 2023 অনুষ্ঠানে বাংলাদেশের প্রায় ২০৪ টি কোম্পানি, প্রায় ১ লক্ষ ভিজিটর, ২০ টি সেমিনার, ৯ টি কনফারেন্স অনুষ্ঠিত হয়। সকল অনুষ্ঠান আয়োজন হয় রাজধানী ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।
BASIS SoftExpo 2023 অনুষ্ঠানে অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি Alpha Net যোগদান করেন এবং তথ্যপ্রযুক্তিতে Alpha Net এর অবদান এবং টেকনোলজিকে তুলে ধরে। দেশি বিদেশী বিভিন্ন প্রযুক্তি প্রেমীরা আলফা নেট এর স্টল ভিজিট করে এবং আলফা নেট এর টেকনোলোজি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে। আলফা নেট এর স্টলে উপস্থিত প্রতিনিধি তাদেরকে আলফা নেট এর বিস্তর সার্ভিস এবং সুবিধা সম্পর্কে ধারনা দেয়। এর সাথে কিছু মূল্যবান ভিজিটরদের সৌজন্য গিফট হিসেবে টিশার্ট এবং অন্যান্য গিফট আইটেম উপহার হিসেবে দেওয়া হয়।
অনুষ্ঠানের ৩য় দিনে উপস্থিত হন আলফা নেট এর প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান হায়দার। তিনি বিভিন্ন সেমিনারে যোগদান করেন এবং সবগুলো স্টল ভিজিট করেন। সেই সময় স্টলে উপস্থিত অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন কোম্পানির CEO এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন
BASIS SoftExpo 2023 অনুষ্ঠান সম্পর্কে আলফা নেট এর প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান হায়দার বলেন " স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তির দিকে আকৃষ্ট করতে হবে। যার জন্য দেশের সরকারী বেসরকারি সকল সফটওয়্যার প্রতিষ্ঠানের যৌথভাবে কাজ করতে হবে।"
তিনি আরও বলেন "দেশের সকল সফটওয়্যার প্রতিষ্ঠানকে একত্রিত করে এরকম একটি বিশ্বমানের আয়োজন করার জন্য বেসিসকে ধন্যবাদ। ভবিষ্যতে এইধরনের আয়োজনের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে পারব - ইনশাল্লাহ"।
Categories
Popular Posts
রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এ অনুষ্ঠিত হলো "Campus Open Day & Job Fair - 2023"
গত ১৯ শে জানুয়ারি...
নতুন বছরে গ্রাহক সেবার মান উন্নয়নের দিকনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো Alpha Net এর কনফারেন্স!!!
গত ৪ই জানুয়ারি (ব...
দেশের সেরা ই-কমার্স ওয়েবসাইট প্রদানকারী হিসেবে আ্যওয়ার্ড পেয়েছেন আলফা নেট!!!
গত সেপ্টেম্বর মাসে T...